কুড়িগ্রামে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. শহীদুল্লাহ লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা পজেটিভ হয়ে কুড়িগ্রাম আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাগেশ^রীর রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রামের ছামসুল হক (৬৮) মারা গেছেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের সখিনা বেগম (৬০) ও ফুলবাড়ী উপজেলার রাবাইটারী গ্রামের সফিয়ার উদ্দিন (৯০)।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, গত ৯ জুলাই পর্যন্ত জেলায় ১১ হাজার ১২৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪০২ জন। কুড়িগ্রাম সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন রোগী।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!