কুড়িগ্রামে করোনা সনাক্ত হয়নি, আরো ৮জনের নমুনা প্রেরণ

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে এখনও কারোর শরীরে করোনা ভাইরাস সনাক্তম হয়নি। শুক্রবার (১০এপ্রিল) আরো ৫জনের প্রাপ্ত রিপোর্টে কোভিটের অস্তিত্ব পাওয়া যায়নি। এনিয়ে জেলায় ২০জনের রিপোর্ট নেগেটিভ বলে স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে। এদিকে আরো ৮জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে জেলায় ৪৬জনের রক্তের নমুনা প্রেরণ করা হল।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, শুক্রবার ৫জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদের মধ্যে ৩জন রাজারহাটের এবং ২জন রৌমারী উপজেলার। এছাড়াও আজ ৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভূরুঙ্গামারীর ৬জন, নাগেশ^রীর ১জন ও চিলমারীর ১জন। এনিয়ে জেলায় ৪৬জনের নমুনা পাঠানো হয় এবং ২০জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের সবার রির্পোর্ট নেগেটিভ বলে আইইডিসিআর সূত্রে জানা গেছে।
সিভিল সার্জন আরো জানান, দিনদিন পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। দ্রুত সমাজে ছড়িয়ে পরার আগেই লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকাতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বাইওে বের হওয়া যাবে না। সরকারের নির্দেশনা মেনে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!