রৌমারীতে রাতের আঁধারে কর্মহীনদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন প্রতিমন্ত্রী

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দিনের বেলা সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং রাতের বেলা তালিকা করে খাবার পৌছে দিচ্ছেন কর্মহীন মানুষের মধ্যে। করোনা পরিস্থিতির মধ্যে রৌমারীর সন্তান প্রতিমন্ত্রী বাড়িতে অবস্থানকালিন সময়ে চেষ্টা করছেন সকলের পাশে দাঁড়াতে।
প্রতিদিন রাতে দলীয় কর্মী, তার পূত্র সাফায়াত আদি জাকিরসহ বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিচ্ছেন। এছাড়াও তাদেও হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করছেন।
এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, আমার নির্বাচনী এলাকা রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী’র বেশিরভাগ মানুষ দরিদ্র। খেটে খাওয়া এই দিনমজুর পরিবারগুলো বর্তমানে করোনা থেকে বাঁচতে ঘরে অবস্থান করছে। এরফলে দিনদিন চরম সংকটের মধ্যে পরছে তারা। তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!