কুড়িগ্রামের রাজারহাটে বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

বিভাস প্রতিবেদক:
করোনা মহামারীর এ সময়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়েছেন সেনাবাহিনী। বুধবার বেলা ১২টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাফায়েত খানের নেতৃত্বে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ইউনিয়নের নাখান্দা গ্রামে এসব বিতরণ করেন সেনাবাহিনীর একটি দল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি।
ক্যাপ্টেন সাফায়েত খান জানান, করোনা মোকাবেলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ সময় প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!