কুড়িগ্রামের উলিপুরে ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করলো সেনাবাহিনী

বিভাস প্রতিবেদক:
উলিপুর পৌর এলাকার মুন্সিপাড়ায় ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে দু:স্থ ও কর্মহীন ১২০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন ও সবজি।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন মীর আলী ইকরাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: শহিদুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো: রশিদ।
সেনাবাহিনীর ক্যাপ্টেন মীর আলী ইকরাম জানান, প্রতিটি পরিবারের জন্য ১০ দিনের খাদ্য সহায়তা দেয়া হয়েছে, যাতে এসময়ে তারা ঘরে থাকেন এবং খাদ্যের জন্য বাড়ির বাইরে যেতে না হয়। তিনি জানান, এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!