কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করলো সেনাবাহিনী

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে দূর্গাপুর ও চিলমারী উপজেলার জোড়গাছ এলাকার ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহষ্পতিবার রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে দু:স্থ ও কর্মহীন ২০০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন, আধা কেজি সুজি ও সবজি।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন সিয়াম-এ-নুর, ওয়ারেন্ট অফিসার রশিদুল ইসলাম ও ওয়ারেন্ট অফিসার মো: বাহাউদ্দিন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল আহমেদ জানান, আমরা চেষ্টা করছি মানুষের ঘরে ঘরে ও পাড়ায় পাড়ায় গিয়ে খাদ্য সংকটে থাকা শ্রমজীবী মানুষকে খূঁজে বের করে প্রতিটি পরিবারের জন্য তিনি জানান, ভবিষতে আরো বড় পরিসরে এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!