গ্রামীণ ব্যাংক কুড়িগ্রামে যোনে ৫ শতাধিক দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ

বিভাস প্রতিবেদক:
করোনা ভাইরাস জনিত কারণে খাদ্যসংকটে পড়া কর্মহীন গরীব অসহায়দের ত্রাণ বিতরণ কর্মসূচির নিয়েছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোনের আওতাধীন ৪৫ টি শাখায় বূধবার পর্যন্ত ৫২৫ জনকে ত্রান বিতরন করা হয়।
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারাদেশে ৩০ হাজার হত দরিদ্রকে (ভিক্ষুক/সংগ্রামী) দুই মাস ত্রাণ বিতরনের কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রতি মাসে প্রতিজনের জন্য ৩০ কেজি চাউল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন, ৪ টি সাবান, ২লিটার সয়াবিন তেল, ও নগদ ৬০০ টাকাসহ মোট ৩ হাজার ২০০ টাকার ত্রাণ বিতরণ করা হচ্ছে। পর পর দুই মাস এ ত্রান দেয়া হবে।
গ্রামীণ ব্যাংক, কুড়িগ্রাম যোন এর ত্রান বিতরনের এক কর্মসূচিতে বুধবার প্রধান কার্যালয় এর ‘সেবা ও সম্পত্তি ব্যবস্থাপনা ’ বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ আব্দুল মোক্তাদির , পঞ্চগ্রাম, লালমনিরহাট শাখায় ত্রাণ বিতরনে অংশ গ্রহন করেন। উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক, কুড়িগ্রাম যোনের যোনাল ম্যানেজার স্বপন কুমার নাথ ও গ্রামীণ ব্যাংক, পঞ্চগ্রাম, লালমনিরহাট শাখার শাখা ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সারা দেশে ৪০ টি যোনে এ কর্মসূচি অব্যাহত আছে।
কুড়িগ্রাম যোনে এ শাখার পাশাপাশি কাঁঠালবাড়ী শাখা, বেলগাছা শাখা, ঘোষপাড়া শাখা, রাজারহাটের ছিনাই শাখা, উলিপুর শাখা, নাগেশ্বরী শাখা, ভুরুঙ্গামারীর শিলখুড়ী শাখা পাইকারছড়া শাখাসহ আরো ৪৫ টি শাখায় বূধবার পর্যন্ত ৫২৫ জনকে ত্রান বিতরন করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!