কুড়িগ্রামের ভোগডাঙায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিভাস প্রতিবেদক:
কুুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় গ্রামে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, স্থানীয় লোকজন ধান ক্ষেতের পাশে ফাঁকা জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মরদেহের পাশে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!