কুড়িগ্রামে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

বিভাস প্রতিবেদক:
শুক্রবার দিন ও রাতে দফায় দফায় ভারী বর্ষণের কারণে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের উপর ওঠা হাঁটু পানি ভেঙে চলাচল করছে যানবাহন। শহরের খলিলগঞ্জ, চর ভেলাকোপা, চর হরিকেশ, স্টেশনপাড়া, দাদামোড়, ডাকুয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সদর ও রাজারহাট উপজেলাসহ বিভিন্ন এলাকায় খাল বিল ভরে গিয়ে রাস্তা ও বাড়িতে পানি উঠেছে। এছাড়া ভারি বর্ষণের কারণে নিচু এলাকার সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে।
কুড়িগ্রামে পৌরসভার কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ জানান, অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় পানি জমে আছে। ফলে বেড়েছে জনদুর্ভোগ।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৮দশমিক ৭ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!