ছিনাইয়ে অগ্নিবীণার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিভাস প্রতিবেদক:
সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে অগ্নিবীণা সমাজ সেবা সংঘের উদ্যোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদ হল রুমে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কাস্টমস কর্মকর্তা আসাদুল হক ফিরোজ ও ইউপি সদস্য আব্দুস সোবহান ব্যাপারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আবু তাহের, শাহিনুল ইসলাম, অগ্নিবীণার সভাপতি সাজেদুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা সভায় বক্তারা এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের স্বার্থে ভবিষ্যতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
একই দিনে কুড়িগ্রাম সদরে নুরুল ইসলাম (মাস্টার) ছাত্র কল্যাণ সংস্থা ও ব্রাইট ফিউচার পাঠাগারের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে বই ধার করে জিপিএ-৫ পাওয়া শিল্পী আক্তারসহ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!