ভারতের জেলে বন্দি ২৫ বাংলাদেশীকে মুক্তি দিয়েছে আদালত

শফি খান:
ভারতের জেলে বন্দি ২৫ বাংলাদেশীকে মুক্তি দিয়েছে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার বিলাসী পাড়া মহুকুমা জুডিশিয়াল আদালত।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীর আসাম রাজ্যের গোহাটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার তানভির রসুল।
উল্লেখ্য যে ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ নাগরিক ভারতে বেড়াতে যান। সেখানে তারা তাদের আত্মীয়ের বাড়ীতে থেকে কেউ মাছ ধরা এবং বিভিন্ন খামারে দিন মজুর হিসাবে কাজ করতো।
এরই মধ্যে করোনায় ভারতে ২য় ধাপের লকডাউনে গত ২মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩মে সকালে বাহালপুর এলাকায় ধুবড়ি জেলা পুলিশ তাদের আটক করে। পরে ৫ই মে তাদের বিরুদ্ধে ভিসার সর্ত ভঙ্গের মামলা হয়।
এরমধ্যে গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যায়। চারদিন পর মরদেহ ফেরত পায় তার পরিবার।
রেল নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণ কমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান জানান, চিলমারীর সন্তান ২৫ বাংলাদেশীকে আটকের পর তাদের মুক্তির দাবীতে একাধিকবার মানববন্ধন, জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয়ে লিখিত আবেদন জানানো হয়।
কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ২৫ বাংলাদেশীর মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইনজীবিরা ২৫ বাংলাদেশীর মুক্তির ব্যাপারে সহযোগিতা করেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!