কুড়িগ্রামে নানা কর্মসূচির মাধ্যমে কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিভাস প্রতিবেদক:
কেককাটা, মাস্ক বিতরণ ও আলোচনাসভার মাধ্যমে কালের কণ্ঠের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুড়িগ্রাম জেলা শুভসংঘ। রবিবার বিকালে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজ মিলনায়তনে জেলা শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুণ অর রশিদ মিলন, জেলা শুভসংঘের উপদেষ্টা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সদস্য অ্যাডভোকেট সেলিম সেতু, শফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার কোষাধ্যক্ষ জয়সিংহ রায় ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল রানা।


আলোচনাসভায় বক্তারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক হৃদয় জয় করে কালের কণ্ঠ এক যুগে প্রবেশ করে উল্লেখ করে শুভসংঘের মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়।


আলোচনাসভার পর কেককাটা হয়। পরে কলেজরোডে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!