কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বিভাস প্রতিবেদক:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সরকারি গ্রন্থাগারের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান।
আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক যোবায়ের হোসেন মুকুল, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.আনোয়ার হোসেন মন্ডল, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান একেএম মেহেদী হাসান,বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ জেলা শাখার সভাপতি এম রশিদ আলী প্রমুখ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে ৬টি ক্যাটাগরিতে ৫০জনকে পুরস্কার দেয়া হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!