কাঁঠালবাড়ি গণহত্যা দিবস পালিত

বিভাস প্রতিবেদক:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী গণহত্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন ও আলোচনা সভা। এ উপলক্ষে দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী ও দিশারী পাঠাগারের উদ্যোগে বুধবার বিকালে দিশারী চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল খালেক ফারুকের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলাম, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, কাস্টমস কর্মকতার্ আসাদুল হক ফিরোজ, দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নুর আলম লাল ও শফিকুল ইসলাম।
সভায় সরকারি উদ্যোগে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরী, দু:স্থ শহীদ পরিবারের পূণর্বাসন ও শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নিমার্ণের দাবী জানানো হয়।
উল্লেখ, ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম শহর থেকে ৮ কি.মি. দুরে কাঁঠালবাড়ি বাজার ও আশেপাশের ৬টি গ্রামে পাকবাহিনী দেশীয় দালালদের সহযোগিতায় নৃশংস হামলা চালিয়ে হত্যা করেছিল ৩৫ জন নিরপরাধ বাঙালিকে। সেই সঙ্গে লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে ধবংসস্তূপে পরিণত করেছিল এই সব গ্রাম।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!