কুড়িগ্রামে বাড়ছে করোনার প্রকোপ

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে দিনে দিনে বাড়ছে করোনার প্রকোপ। বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরমধ্যে সদর ৬, ভুরুঙ্গামারী ৪ ও চিলমারীতে ১ জন। গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমনের হার উর্দ্ধমুখি থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্যবিভাগ। সংক্রমনের হার ৪০—৭০ শতাংশ পর্যন্ত উঠছে। কুড়িগ্রামে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সীমান্তবতীর্ জেলা হিসেবে কুড়িগ্রামে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দুটি স্থল বন্দরে সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, মুলত গণপরিবহন খুলে দেয়া ও স্বাস্থ্যবিধি না মানার কারণে (কমিউনিটি টান্সমিশন হয়ে) এই দফায় সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে জেলা ও উপজেলা পযার্য়ে র‌্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে দ্রুত রোগ সনাক্ত করার উদ্যোগ নেয় হয়েছে। রোগ সনাক্তের পর আইসোলেশনের সাধ্যমে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা যাবে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!