দেড় বছর পর কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

বিভাস প্রতিবেদক
দেড় বছর কমিটিবিহীন থাকার পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে রাজু আহমেদ সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে ৯জনকে স্থান দেয়া হয়েছে। এর মধ্যে সহ সভাপতি হিসেবে তৌফিকুল ইসলাম টুটুল ও আল আমিন সরকার লিংকন রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়া হয়েছে আশিকুর রহমান আশিক ও আনোয়ার হোসেনকে।

এছড়াও সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইবনে আজাদ ফাহিম এবং কেন্দ্রিয় কমিটির সদস্য হিসেবে আতিকুর রহমান আতিক ও আশরাফুল আলমকে নির্বাচন করা হয়েছে।
গত ১৭ নভেম্বর ২০১৯ সালে কেন্দ্রীয় ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি, সদর, ফুলবাড়ী ও রৌমারী উপজেলা কমিটি এবং কুড়িগ্রাম সরকারি কলেজ কমিটি ও পলিটেকনিক ইনস্টিটিউটের কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করে। কারণ হিসেবে সংগঠনের শৃংখলা পরিপন্থি কর্মকান্ড, অর্থনৈতিক ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আনয়ন করা হয়। সেময় একযোগে ৬টি কমিটি বিলুপ্ত করায় সংগঠনের নেতা—কমীর্দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রের কাছে নানাভাবে লবিং করেন। জেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতাও তাদের পছন্দের নেতাদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আনতে ছিলেন তৎপর। শেষ পর্যন্ত দীর্ঘ ১বছর ৮মাস পর কেন্দ্রীয় কমিটি আংশিকভাবে নয় সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিকে অনুমোদন দেয়ায় খুশি সংগঠনের সাধারণ কর্মীরা। তবে অন্য কমিটিগুলো কবে ঘোষণা হয়—এ নিয়ে কৌতুহল রয়েছে সাধারণ কমীর্দের মাঝে।
বিলুপ্ত কমিটির সভাপতি শেখ রকিবুজ্জামান রাকিব বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সঠিক প্রার্থীকে বেছে নেয়া হয়েছে। তবে অন্য পদে কয়েকজনের ব্যাপারে কিছু আপত্তি থাকলেও সার্বিকভাবে কমিটি ভালো হয়েছে। আশা করা যায় এই কমিটির মাধ্যমে ছাত্রলীগ আরো শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!