উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র ছিনতাই

উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বক্সের তালা ভেঙে প্রকাশ্যে ৪৫ লাখ টাকার দরপত্র ছিনতাই করেছে একদল দূর্বৃত্ত। সোমবার সকাল ৯টায় প.প কর্মকর্তা ডা. সূভাষ চন্দ্র সরকারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই কর্মকর্তা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তবে এখনও কাউকে গ্রেফতার করতে কিংবা দরপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা টেন্ডারটি স্থগিত ঘোষণা করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়,২০২০-২১ইং অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ে দরপত্র আহবান করা হয়। সোমবার দুপুর ১২ টায় ছিল দরপত্র জমা দেয়ার শেষ সময়।কিন্তু সোমবার সকাল ৯টায় কর্মচারীদের উপস্থিতিতে একদল দুর্বৃত্ত টেন্ডার দেয়ার কথা বলে ঢুকে পড়ে। এসময় তারা তাদের জিম্মি করে প.প কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত টেন্ডার বক্সটির তালা ভেঙে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামী করে দুপুরে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন প.প কর্মকর্তা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সোমবার সকালে ৭-৮ জনের একটি সংঘবদ্ধদল দরপত্র জমা দেয়ার কথা বলে আমার কক্ষে প্রবেশ করে। এসময় উপস্থিত কর্মচারীদেরকে জিম্মি করে টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নূরে-এ-জান্নাত রুমি বলেন, ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি এবং থানায় পদক্ষেপ নিতে বলেছি।এ অবস্থায় দরপত্র স্থগিত করা হয়েছে।এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান,আসামীদের গ্রেফতারসহ দরপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!