কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিজানুর রহমান

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা পদক-২০১৯ এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই স্বীকৃতি দিয়েছে তাকে।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চর বজরা গ্রামে ১৯৮০ সালের ২১ জুন জন্মগ্রহন করেন তিনি। তার পিতা মৃত আহাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি মিজানুর রহমান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশ বেতার রংপুরের আধুনিক ও পল্লীগীতি গানের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করে আসছেন তিনি। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন প্রাইভেট চ্যানেল গুলোতে সংগীত পরিবেশন করে বেশ সমাদৃত হয়েছেন গুণি এ শিক্ষক। তিনি প্রাথমিক শিক্ষা বিভাগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী উলিপুর শাখার সংগীত প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। একাধারে তিনি একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও যন্ত্রসংগীত শিল্পী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ সুনাম অর্জন করেছেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!