কুড়িগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

বিভাস প্রতিবেদক: কুড়িগ্রাম কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার মাসব্যাপী মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন এই কোর্সের উদ্বোধন করেন। এসময় তৃতীয় ব্যাচের সমাপণী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের সনদপত্র দেয়া হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: আইনুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক আলতাফ হোসেন, স্কাউট ব্যক্তিত্ব সামিউল হক নান্টু, কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আফতাব হোসেন প্রমুখ।
‘স্কিল ফর এমপ্লয়েমেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগাম’ (এসইআইপি) এর আওতায় পরিচালিত এই প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!