কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালী, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও কবিতা আবৃত্তি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জেলা শিক্ষা অফিসার মো: শামসুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক।
আলোচনাসভায় বক্তারা বই পাঠ কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করে মুজিববর্ষে পাঠক বাড়াতে গ্রন্থাগারকেন্দ্রিক নানা উদ্যোগ নেয়ার আহবান জানান।

পরে সেরা পাঠক, রচনা প্রতিযোগিতা ও বই পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!