কুড়িগ্রামে দুই দিনে ৭জনের অস্বাভাবিক মৃত্যু

নাজমুল হোসেন:
কুড়িগ্রামের দু’দিনে ৩টি উপজেলায় শিশুসহ ৭জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে শুক্রবার ৫টি এবং শনিবার ২টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার সকালে উলিপুর উপজেলায় এক স্কুল ছাত্রী এবং এক পঞ্চাশোর্ধ পৌঢ় আতœহত্যা করেছেন। উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা জাবেদ মন্ডলের দশম শ্রেণী পড়য়া আঞ্জু খাতুন(১৫) তার শয়ন কক্ষে রশিতে ঝুঁলে আতœহত্যা করে। বুড়াবুড়ি ইউনিয়নের বালাজন গ্রামের বাসিন্দা মনরঞ্জ রায়(৫০)পারিবারিক কলহের কারণে নিজ ঘরে রশি দিয়ে ফাঁস দিয়ে আতœহত্যা করেন। এছাড়াও শুক্রবার বিকেলে ধরনিবাড়ি ইউনিয়নের দিগরটারী গ্রামের আব্দুল মালেক লাভলুর ছেলে মাসুদ মিয়া(১৯) আম পারতে গিয়ে গাছ থেকে পরে মারাতœক আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ নেবার পথে মারা যায়। অপরদিকে একই দিনে সকালে ফুলবাড়ী উপজেলায় গঙ্গারহাটে নব-নির্মিত আধা পাকা ভবনের নির্মানাধীন সেফটি ট্যাংকের পানির বিষক্রিয়ায় আল আমিন(২৫) এবং সুজন মিয়া(৩৫) নামে দু’জনের মৃত্যু ঘটে। ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামে শামসুল হকের ১৪ মাসের পুত্র সন্তান ফাহাদ হোসেন বাড়ির পুকুরের পানিতে পরে মারা যায়। সোনাহাট ইউনিয়নের সোনাহাট গ্রামের বাসিন্দা খয়বর আলীর পুত্র টুটুল মিয়া (১০) বেড়াতে গিয়ে পুকুরের পানিতে মারা যায়। স্ব-স্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!