মহান বিজয় দিবস উপলক্ষে, অগ্নিবীণা’র ভিন্নধর্মী আয়োজন

বিভাস প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে,অগ্নিবীণা সমাজ সেবা সংঘের দিনব্যাপী ” শীত উৎসবের” আয়োজন করা হয়।
শীত উৎসব ঘিরে সারাদিনের আয়োজনে ছিল। নান্দনিকভাবে তৈরি কুড়ো ঘরের মঞ্চ,র্যালী, ও গ্রামীণ ঐতিহ্যবাহী পুরুষ মহিলাদের হাঁড়ি ভাঙ্গা খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা ও তৈলাক্ত কলাগাছ খেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন করা হয়।
শীত উৎসবের উদ্বোধন ও পুরুষ্কার বিতরন করেন স্থানীয় আওয়ামিলীগ নেতা ছোবান আলী ব্যাপারী।
অগ্নিবীণার সাংগঠনিক প্রধান সাজেদুল বলেন…তৃণমূল মানুষকে জানান দেওয়া যে,আজকের এই দিয়ে বাংলাদেশ বিজয় লাভ করে।এই বিজয়কে ধরে রাখতে মুক্তিযুদ্ধের চর্চার বিকল্প নেই! তা ছাড়া গ্রামীণ ঐতিহ্য রক্ষা ও সাম্প্রতিক শক্তিকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
সংগঠনটির আহবায়ক আরিফ মিয়া আসিফ বলেন, অগ্নিবীণা প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় অগ্নিবীণার এই ভিন্ন আয়োজন।
গ্রামের লাকি বেগম বলেন, অগ্নিবীণা আয়োজনে আমরা আনন্দিত

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!