কুড়িগ্রামে টিকা নিলেন ৪৫০ জন

বিভাস প্রতিবেদক:
কুড়িগ্রামে উদ্বোধনী দিনে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৪৫০ ব্যক্তি। রবিবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ভ্যাকসিন নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও অন্যান্যের মধ্যে টিকা গ্রহন করেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীবপ্রতীক ও কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা প্রমুখ।
টিকাগ্রহনকারী মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘টিকা গ্রহনের পর ভাল লাগছে। আশা করি সবাই নির্ভয়ে টিকাগ্রহন করবেন।’
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে ১১৯ জনসহ জেলার ৯টি টিকাদান কেন্দ্রে মোট ৪৫০ জন টিকা গ্রহন করেছেন। প্রথম দফায় ৬০ হাজার করোনার টিকা এসেছে। টিকা প্রদান করা হবে ৩০ হাজার মানুষকে। টিকা গ্রহনের জন্য জেলায় এ পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষ নিবন্ধন করেছে বলে স্বাস্থ্যবিভাগ সুত্রে জানা গেছে।

Facebook Comments
Share
  •  
  •  
  •  
  •  
error: Encrypted Content!